বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২৩ এপ্রিল ২০২৪ ১২ : ৫৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : উত্তর প্রদেশের আমেঠীতে এখনও প্রার্থী দিতে পারেনি হাত শিবির। এরই মধ্যে কংগ্রেসকে কটাক্ষ করলেন বর্তমান সাংসদ স্মৃতি ইরানি। তিনি বলেন, যে আসনে জামাইয়ের নজর রয়েছে সেখানে তাঁর শ্যালক কী করবেন ? প্রসঙ্গত, ২০১৯ ভোটে জিতে সাংসদ হয়েছিলেন স্মৃতি ইরানি। এবারে আমেঠীতে ভোট রয়েছে পঞ্চম দফায় ২০ মে। স্মৃতি আরও বলেন, বাসের সিটের মতো একটি আসনে দুজন রুমাল দিয়ে রেখেছে। তবে কার ভাগ্যে এই আসনটি জুটবে তা এখনও কেউ জানে না। কংগ্রেস এতটাই ইগো সমস্যায় ভোগে যে এই একটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করতে তাঁদের কালঘাম ছুটে যাচ্ছে। এই আসনে বিগত ৫ বছরে যে উন্নতি আমি করেছি। রাহুল গান্ধী বিগত ১৫ বছরেও করেননি। যেখানে একই পরিবারের দুজন একই আসনকে টার্গেট করেছে সেখানে জনতা বুঝতে পারছে কাকে তাঁরা ভোট দেবে।